তুনিশা শর্মার মৃত্যুর পর এবার প্রকাশ্যে এল আরও এক বিস্ফোরক তথ্য। তুনিশার কাকা, অভিনেতা পবন শর্মা বলেন, শেহজান খানের সঙ্গে পরিচয়ের পর থেকে তাঁর ভাইজির জীবনযাত্রায় পরিবর্তন আসে। এমনকী, শেহজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে তুনিশা হিজাবও পরতে শুরু করেন বলে দাবি করেন পবন শর্মা।